মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১১০
সিজদার অবস্থা সম্পর্কে বর্ণনা
১১০। হযরত আবু নাদরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সিজদা করার সময় তোমাদের মধ্যে কেউ যেন স্বীয় পা (উপরের দিকে) না উঠায়। কেননা মানুষ সাতটি হাড়ের উপর সিজদা করে থাকে। কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পা (এর হাড়ের উপর)।
অপর এক রিয়ায়েতে বর্ণিত আছে যে, যখন তোমাদের মধ্যে কেউ সিজদা করবে, তখন যেন স্বীয় পিঠ বিছিয়ে না দেয়।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) সিজদার সময় মানুষকে স্বীয় পিঠ
বিছানো থেকে নিষেধ করেছেন।
অপর এক রিয়ায়েতে বর্ণিত আছে যে, যখন তোমাদের মধ্যে কেউ সিজদা করবে, তখন যেন স্বীয় পিঠ বিছিয়ে না দেয়।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) সিজদার সময় মানুষকে স্বীয় পিঠ
বিছানো থেকে নিষেধ করেছেন।
عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي نَضْرَة، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَمُدَّنَّ رِجْلَيْهِ، فَإِنَّ الْإِنْسَانَ يَسْجُدُ عَلَى سَبْعَةِ أَعْظُمَ: جَبْهَتِهِ، وَيَدَيْهِ، وَرُكْبَتَيْهِ، وَرِجْلَيْهِ، وَقَدَمَيْهِ "، وَفِي رِوَايَةٍ: «إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَمُدَّ صُلْبَهُ» .
وَفِي رِوَايَةٍ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ يَمُدَّ الرَّجُلُ صُلْبَهُ فِي سُجُودِهِ»
وَفِي رِوَايَةٍ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ يَمُدَّ الرَّجُلُ صُلْبَهُ فِي سُجُودِهِ»
হাদীসের ব্যাখ্যা:
পূর্ববর্তী হাদীসের ব্যাখ্যা দেখা যেতে পারে।


বর্ণনাকারী: