মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১০৯
সিজদার অবস্থা সম্পর্কে বর্ণনা
১০৯। হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মানুষ (নামাযে) সাতটি হাড়ের উপর সিজদা করে থাকে; কপাল, দু'হাত, দু'হাঁটু ও উভয় পায়ের অগ্রভাগ এবং যখন তোমাদের কেউ সিজদা করবে, তখন (উল্লেখিত) প্রত্যেকটি অঙ্গ এর স্বীয় স্থানে রাখবে। যখন রুকু করবে, তখন গাধার মত মাথা ঝুকাবে না।
عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْإِنْسَانُ يَسْجُدُ عَلَى سَبْعَةِ أَعْظُمَ: جَبْهَتِهِ، وَيَدَيْهِ، وَرُكْبَتَيْهِ، وَمُقَدِّمِ قَدَمَيْهِ، وَإِذَا سَجَدَ أَحَدُكُمْ، فَلْيَضَعْ كُلَّ عُضْوٍ مَوْضِعَهُ، وَإِذَا رَكَعَ فَلَا يُدَبِّحْ تَدْبِيحَ الْحِمَارِ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে সিজদার সাথে সাথে রুকূ করার পদ্ধতিও সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, রুকু'র মধ্যে মাথা অধিক উপরে উঠবে না এবং বেশি নিচুও হবে না। বরং পিঠের বরাবর হতে হবে। কেননা মাথা যখন পিঠ থেকে অধিক নিচু হবে, তখন পিঠের মধ্যে বক্রতা সৃষ্টি হবে। ফলে মাথা ও পিঠ বরাবর থাকবে না; বরং এতে উট বা ষাঁড়ের পিঠের উঁচু হাড় বা কুঁজের আকৃতি ধারণ করবে এবং এটা হুযুর (সা)-এর নির্দেশের বিরোধী হবে, তাই এটা নিষিদ্ধ। সুতরাং ইবনে মাজাহ ইবনে মা'বাদ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে, আমি হুযূর (সা)-কে নামায আদায় করতে দেখেছি। যখন তিনি রুকূ' আদায় করতেন তখন পিঠ এমনভাবে বরাবর রাখতেন যে, যদি এর উপর পানি ঢালা হতো তাহলে তা স্থীর হয়ে যেত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান