মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৩. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৯
উযূর মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ তিন-তিনবার ধৌত করা সম্পর্কে
৪৯। আব্দে খায়ের (রাহঃ) হযরত আলী ইবনে আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উযূ করার সময় তিনবার উভয় হাত ধৌত করেন, এরপর তিনবার কুল্লি করেন, তিনবার নাকে পানি দেন, তিনবার মুখমণ্ডল ধৌত করেন, তিনবার (কনুই পর্যন্ত) উভয় হাত ধৌত করেন এবং মাথা মাসেহ্ করেন ও উভয় পা ধৌত করেন। অতঃপর তিনি বলেন, এটাই হলো রাসূলুল্লাহ (ﷺ) এর উযূ করার পদ্ধতি।
عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: " أَنَّهُ تَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، وَمَضْمَضَ ثَلَاثًا، وَاسْتَنْشَقَ ثَلَاثًا، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَذِرَاعَيْهِ، وَمَسَحَ رَأْسَهُ، وَغَسَلَ قَدَمَيْهِ، وَقَالَ: هَذَا وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস বিভিন্ন বাক্য দ্বারা আবদে খায়ের, আবূ হাইয়া, যির ইবনে হুবাইশ, আবদুর রহমান ইবনে আবূ লায়লা, ইবনে আব্বাস, নাযাল ইবনে সাবুরাহ (রা) থেকে বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৯ | মুসলিম বাংলা