আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪০৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর মীরাছের বিবরণ
৪০৪। হাসান ইবন 'আলী আল-খাল্লাল (রাহঃ)... মালিক ইবন আওস ইবনুল হাছান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি উমার (রাযিঃ)-এর দরবারে প্রবেশ করলাম। সে সময় 'আব্দুর রহমান ইবন 'আউফ (রাযিঃ), তালহা (রাযিঃ) ও সা'দ (রাযিঃ)-ও প্রবেশ করলেন। কিছুক্ষণ পর পরস্পর তর্ক করতে করতে 'আলী (রাযিঃ) এবং 'আব্বাস (রাযিঃ)-ও সেখানে উপস্থিত হলেন। উমার (রাযিঃ) তাদের উদ্দেশ্যে বললেন, যার নির্দেশে আসমান-যমীন স্থিতিশীল, তাঁর নামে শপথ করে তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা কি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর এ কথা অবগত আছ যে, তিনি বলেছিলেন, আমরা (নবীরা) কাউকে উত্তরাধিকারী করি না? আমরা যা কিছু রেখে যাই, সবই সদকা? তারা সকলেই বললেন, হ্যাঁ। তিনি এরূপ বলেছিলেন। এই হাদীসে একটি দীর্ঘ বর্ণনা আছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ ، قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ قَالَ : سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ قَالَ : دَخَلْتُ عَلَى عُمَرَ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ، وَطَلْحَةُ ، وَسَعْدٌ ، وَجَاءَ عَلِيٌّ ، وَالْعَبَّاسُ ، يَخْتَصِمَانِ ، فَقَالَ لَهُمْ عُمَرُ : أَنْشُدُكُمْ بِالَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ نُورَثُ ، مَا تَرَكْنَاهُ صَدَقَةٌ فَقَالُوا : اللَّهُمَّ نَعَمْ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.