আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৯৪
রাসূলুল্লাহ্ -এর ওফাতের বিবরণ
৩৯৪। মুহাম্মাদ ইবন আবু উমার (রাহঃ)... জা'ফর ইবন মুহাম্মাদ (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সোমবার ইনতিকাল করেন। সোমবার এবং মঙ্গলবার দাফন কাফনের প্রস্তুতিতেই চলে যায়। মঙ্গলবার দিবাগত রাত্রে তাঁকে দাফন করা হয়। সুফয়ানের বর্ণিত হাদীছের মর্মও এটাই। অন্যান্য বর্ণনাকারীদের মতে, রাতের শেষাংশে কবর খননের শব্দ শুনা যাচ্ছিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ قَالَ : قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ فَمَكَثَ ذَلِكَ الْيَوْمَ وَلَيْلَةَ الثُّلاَثَاءِ ، وَدُفِنَ مِنَ اللَّيْلِ.
وَقَالَ سُفْيَانُ : وَقَالَ غَيْرُهُ : يُسْمَعُ صَوْتُ الْمَسَاحِي مِنْ آخِرِ اللَّيْلِ.
وَقَالَ سُفْيَانُ : وَقَالَ غَيْرُهُ : يُسْمَعُ صَوْتُ الْمَسَاحِي مِنْ آخِرِ اللَّيْلِ.
