আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৮৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ওফাতের বিবরণ
৩৮৬। মুহাম্মাদ ইবন মাস্আদ আল-বসরী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী (ﷺ) মৃত্যুর সময় আমার বুকে হেলান দেয়া অবস্থায় ছিলেন। (মতান্তরে) আমার কাখে ঠেস দেয়া অবস্থায় ছিলেন। পেশাব করার জন্য আমার কাছে পাত্র চাইলেন। অতঃপর পেশাব করেন। এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) ইনতিকাল করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ الْبَصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ ، عَنِ ابْنِ عَوْنٍ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنِ الأَسْوَدِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كُنْتُ مُسْنِدَةً النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِي - أَوْ قَالَتْ : إِلَى حِجْرِي - فَدَعَا بِطَسْتٍ لِيَبُولَ فِيهِ ، ثُمَّ بِالَ ، فَمَاتَ.