আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৬৯
৫২- রাসূলুল্লাহ -এর জীবিকার বিবরণ
৩৬৯। কুতায়বা ইবন সা'ঈদ (রাহঃ)..... সাম্মাক ইবন হারব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি নু'মান ইবন বাশীরকে বলতে শুনেছি যে, তোমরা কি তোমাদের ইচ্ছামাফিক পানাহারে তৃপ্ত নও? অথচ আমি নবী করীম (ﷺ) -কে দেখেছি যে, পেটভরে খাওয়ার মত খারাপ খেজুরও তাঁর ঘরে থাকত না।
بَابُ : مَا جَاءَ فِي عَيْشِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئِتُمْ ؟ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بَطْنَهُ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৬৯ | মুসলিম বাংলা