আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৬৭
রাসূলুল্লাহ্ -এর নামের বিবরণ
৩৬৭। মুহাম্মাদ ইবন তারিফ আল-কূফী (রাহঃ)...... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ একবার মদীনার কোন এক রাস্তায় নবী করীম (ﷺ) -এর সঙ্গে আমার সাক্ষাত হলো। তিনি বললেনঃ আমি মুহাম্মাদ, আমি আহমদ, আমি নাবীউর-রাহমাত (রহমতের নবী), আমি নাবীউত-তাওবা (তাওবার নবী), আমি মুকাফী (শেষ নবী), আমি হাশির (যার পেছনে লোকদের হাশরের ময়দানে উঠানো হবে), আমি মালাহিমের নবী (অর্থাৎ যুদ্ধ-সংগ্রামের নবী)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْكُوفِيُّ ، قَالَ : حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَاصِمٍ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ حُذَيْفَةَ قَالَ : لَقِيتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ طُرُقِ الْمَدِينَةِ فَقَالَ : أَنَا مُحَمَّدٌ ، وَأَنَا أَحْمَدُ ، وَأَنَا نَبِيُّ الرَّحْمَةِ ، وَنَبِيُّ التَّوْبَةِ ، وَأَنَا الْمُقَفَّى ، وَأَنَا الْحَاشِرُ ، وَنَبِيُّ الْمَلاَحِمِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৬৭ | মুসলিম বাংলা