আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৫৬
রাসূলুল্লাহ্ -এর চরিত্র মাধুর্যের বিবরণ
৩৫৬। আলী ইবন হুজর (রাহঃ)... রুবাই বিনতে মু'আওওয়ায ইবন 'আফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আমি এক পাত্র খেজুর এবং কিছু হালকা পাতলা শসা নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর খেদমতে উপস্থিত হলাম । রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে এক মুঠ অলংকার ও স্বর্ণ দান করলেন ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : أَخْبَرَنَا شَرِيكٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ ، قَالَتْ : أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ وَأَجْرٍ زُغْبٍ فَأَعْطَانِي مِلْءَ كَفِّهِ حُلِيًّا وَذَهَبًا.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৫৬ | মুসলিম বাংলা