আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৪৬
রাসূলুল্লাহ্ -এর চরিত্র মাধুর্যের বিবরণ
৩৪৬। কুতায়বা ইবন সা'ঈদ ও আহমদ ইবন আব্দাযাদী প্রমূখ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি হলুদ পোশাক পরিধান করে রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে বসা ছিল। আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর অভ্যাস ছিল যে, কারো কোন বিষয় অপসন্দ হলেও তিনি তা সামনা সামনি বলতেন না। যখন সেই ব্যক্তি চলে গেল, তখন তিনি উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি তাকে হলুদ পোশাক পরিধান করতে নিষেধ করতে!
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، وَأَحَمْدُ بْنُ عَبْدَةَ هُوَ الضَّبِّيُّ وَالْمَعْنَى وَاحِدٌ ، قَالاَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ سَلْمٍ الْعَلَوِيِّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ عِنْدَهُ رَجُلٌ بِهِ أَثَرُ صُفْرَةٍ قَالَ : وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يكَادُ يُواجِهُ أَحَدًا بِشَيْءٍ يَكْرَهُهُ ، فَلَمَّا قَامَ قَالَ لِلْقَوْمِ : لَوْ قُلْتُمْ لَهُ يَدَعُ هَذِهِ الصُّفْرَةَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৪৬ | মুসলিম বাংলা