আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৪১
রাসূলুল্লাহ্ -এর বিনয়ের বিবরণ
৩৪১। ইসহাক ইবন মনসুর (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, এক দরজী রাসূলুল্লাহ্ (ﷺ) কে দাওয়াত করে। তাঁর আহার্যের জন্য লাউ মিশ্রিত সরীদ উপস্থিত করা হয়। লাউ রাসূলুল্লাহ্ (ﷺ) এর খুব প্রিয় খাদ্য ছিল। এইজন্য তিনি লাউ খেতে শুরু করেন। ছাবিত বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, এর পর থেকে আমার জন্য যে তরকারী রাঁধা হতো, তাতে লাউ দেয়া হতো, যদি তা সম্ভবপর হতো।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا مَعْمَرٌ ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، وَعَاصِمٍ الأَحْوَلِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ رَجُلاً خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَّبَ مِنْهُ ثَرِيدًا عَلَيْهِ دُبَّاءُ قَالَ : فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُ الدُّبَّاءَ وَكَانَ يُحِبُّ الدُّبَّاءَ.
قَالَ ثَابِتٌ : فَسَمِعْتُ أَنَسًا يَقُولُ : فَمَا صُنِعَ لِي طَعَامٌ أَقْدَرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءُ إِلاَ صُنِعَ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৪১ | মুসলিম বাংলা