আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৩৫
রাসূলুল্লাহ্ -এর বিনয়ের বিবরণ
৩৩৫। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : সাহাবীদের কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চাইতে প্রিয় কোন ব্যক্তিত্ব এই পৃথিবীতে ছিলেন না। তা সত্ত্বেও তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ) -কে দেখে দাঁড়াতেন না। কেননা তাঁকে দেখে দাঁড়ানো তিনি পসন্দ করতেন না।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا عَفَّانُ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : لَمْ يَكُنْ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا ، لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهَتِهِ لِذَلِكَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৩৫ | মুসলিম বাংলা