আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৩৩
রাসূলুল্লাহ্ -এর বিনয়ের বিবরণ
৩৩৩। ওয়াসিল ইবন 'আব্দুল আ'লা আল-কূফী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কে যবের রুটি এবং কয়েক ঈনের পুরনো চর্বির তরকারী খাওয়ার দাওয়াত করলেও তিনি তা গ্রহণ করতেন। রাসূলুল্লাহ্ (ﷺ) -এর একটি বর্ম এক য়াহূদীর নিকট বন্ধক ছিল। শেষ জীবন পর্যন্ত তা ছাড়ানোর মত পয়সা তাঁর হাতে ছিল না ।
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُدْعَى إِلَى خُبْزِ الشَّعِيرِ وَالإِهَالَةِ السَّنِخَةِ فَيُجِيبُ.
وَلَقَدْ كَانَ لَهُ دِرْعٌ عِنْدَ يَهُودِيٍّ فَمَا وَجَدَ مَا يَفُكُّهَا حَتَّى مَاتَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৩৩ | মুসলিম বাংলা