আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৩১
রাসূলুল্লাহ্ -এর বিনয়ের বিবরণ
৩৩১। 'আলী ইবন হুজুর (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, কোন এক মহিলা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে উপস্থিত হন এবং বলেন, আপনার কাছে আমার কিছু প্রয়োজন আছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, মদীনার কোন রাস্তায় গিয়ে বসো। আমি তোমার সঙ্গে সেখানে গিয়ে কথা বলব।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ لَهُ : إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً ، فَقَالَ : اجْلِسِي فِي أَيِّ طَرِيقِ الْمَدِينَةِ شِئْتِ أَجْلِسْ إِلَيْكِ.
