আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩১২
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩১২। আবু হিশাম মুহাম্মাদ ইবন য়াযীদ আর-রিফা'ঈ (রাহঃ)... আবু সালিহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ) ও উম্মে সালমার কাছে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে প্রিয় কাজ কোন্টি ছিল? তাঁরা উভয়েই বললেন, যে আমল সব সময় করা হয়, তা যত কমই হোক না কেন।
حَدَّثَنَا أَبُو هِشَامٍ مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ قَالَ : حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، وَأُمَّ سَلَمَةَ ، أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَتَا : مَا دِيمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ.
