আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩০৯
রাসূলুল্লাহ্ -এর রোযার বিবরণ
৩০৯। হারূন ইবন ইসহাক আল-হামদানী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ জাহিলী যুগে কুরায়শরা 'আশূরার দিন রোযা রাখতো। রাসূলুল্লাহ্ (ﷺ) ও হিজরতের পূর্বে 'আশুরার রোযা রাখতেন। মদীনার হিজরতের পরও তিনি 'আশুরার রোযা রাখতেন এবং এই রোযা রাখার নির্দেশ দিতেন। অতঃপর রমযানের রোযা ফরয করা হলে তা ফরযে পরিণত হয় এবং 'আশূরা ছেড়ে দেয়া হয়। যার ইচ্ছা রাখতে পারে, যার ইচ্ছা ছেড়ে দিতে পারে।
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ عَاشُورَاءُ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ ، فَلَمَّا افْتُرِضَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ هُوَ الْفَرِيضَةُ وَتُرِكَ عَاشُورَاءُ ، فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩০৯ | মুসলিম বাংলা