আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৯৬
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯৬। আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খাল্ফ (রাহঃ)... 'আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি যুহরের পূর্বে চার রাক'আত আদায় করতেন এবং উল্লেখ করতেন যে, সূর্য হেলার সময় নবী (ﷺ) এই সালাত আদায় করতেন এবং তাতে দীর্ঘ কিরাত পাঠ করতেন।
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ : حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ ، عَنْ عَلِيٍّ ، أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا ، وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّيهَا عِنْدَ الزَّوَالِ وَيَمُدُّ فِيهَا.
