আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৯১
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯১। ইবন আবী উমার (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন শাকীক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি চাশতের সালাত আদায় করেছেন? তিনি বললেন, না; তবে কোন সফর থেকে ফিরে আসলে তা আদায় করতেন।
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ : قُلْتُ لِعَائِشَةَ : أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى ؟ قَالَتْ : لاَ إِلاَ أَنْ يَجِيءَ مِنْ مَغِيبِهِ.
