আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৮৪
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৪। আহমাদ ইবন মানী' (রাহঃ)... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হাফসা (রাযিঃ) আমাকে (এই মর্মে) হাদীছ শোনান যে, সুবহে সাদিকের সময় মুয়াযিন যখন আযান দিত, রাসূলুল্লাহ্ (ﷺ) তখন দুই রাক'আত সালাত আদায় করে নিতেন। আয়্যুব বলেন : আমি মনে করি তিনি خفيفتين (সংক্ষেপে দুই রাক'আত) বলেছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ : حَدَّثَنَا أَيُّوبُ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : حَدَّثَتْنِي حَفْصَةُ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ وَيُنَادِي الْمُنَادِي قَالَ أَيُّوبُ : وَأُرَاهُ قَالَ : خَفِيفَتَيْنِ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৮৪ | মুসলিম বাংলা