আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৮০
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮০।আহমাদ ইবন মানী' (রাহঃ)... 'আব্দুল্লাহ ইবন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি 'আয়িশা (রাযিঃ)-এর কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নফল সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তিনি (নবী (ﷺ) ) দীর্ঘ রাত্রি দাঁড়িয়ে কিংবা দীর্ঘ রাত্রি বসে সালাত আদায় করতেন। তিনি দাঁড়িয়ে কির'আত পড়লে রুকু-সিজদাও দাঁড়ান থেকেই করতেন। আবার যখন কির'আত বসে পড়তেন, তখন বসা অবস্থায়ই রুকু-সিজদা করতেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ : حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ : سَأَلْتُ عَائِشَةَ ، عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَطَوُّعِهِ ، فَقَالَتْ : كَانَ يُصَلِّي لَيْلاً طَوِيلاً قَائِمًا ، وَلَيْلاً طَوِيلاً قَاعِدًا ، فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ ، وَإِذَا قَرَأَ وَهُوَ جَالِسٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ جَالِسٌ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৮০ | মুসলিম বাংলা