আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৬০
রাসূলুল্লাহ্ -এর নিদ্রার বৈশিষ্ট্য
২৬০। আল-হুসায়ন ইবন মুহাম্মাদ আল-জুরায়রী (রাহঃ)...... আবু কাতাদা (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) রাতে (সফরে) ডান কাতে বিশ্রাম নিতেন। আর যদি ভোর হওয়ার উপক্রম হত তাহলে ডান হাত দাঁড় করে হাতের তালুর উপর মাথা রাখতেন।
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْجُرَيْرِيُّ قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ ، عَنْ أَبِي قَتَادَةَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَرَّسَ بِلَيْلٍ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ، وَإِذَا عَرَّسَ قُبَيْلَ الصُّبْحِ نَصَبَ ذِرَاعَهُ ، وَوَضَعَ رَأْسَهُ عَلَى كَفِّهِ.
