আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৪৬
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৬।ইসহাক ইবন মনসুর (রাহঃ)... আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) যখন উমরাতুল কাযা পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করেন তখন ইবন রাওয়াহা (রাযিঃ) তাঁর সামনে চলছেন এবং বলছেন :خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهْ- الْيَوْمَ نَضْرِبُكُمْ عَلَى تَنْزِيلِهْ
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهْ- وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهْ
'হে কাফির সন্তানেরা! তাঁর চলার পথ ছেড়ে দাও। আজ তাকে বাধা দিলে যেমন গেল বছর দিয়েছ, তাহলে কাঁধ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলব এবং বন্ধুকে বন্ধু হতে ভুলিয়ে রাখব।'
উমর (রাযিঃ) তাকে বললেন, ওহে ইবন রাওয়াহা! আল্লাহর হারামে এবং রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সম্মুখে কবিতা আবৃত্তি করছ? নবী (ﷺ) বললেনঃ ওহে 'উমর! তাকে বলতে দাও (ছেড়ে দাও)। কেননা তার কবিতা ওদের জন্যই শরাঘাতের চাইতে অধিক কার্যকর।
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهْ- وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهْ
'হে কাফির সন্তানেরা! তাঁর চলার পথ ছেড়ে দাও। আজ তাকে বাধা দিলে যেমন গেল বছর দিয়েছ, তাহলে কাঁধ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলব এবং বন্ধুকে বন্ধু হতে ভুলিয়ে রাখব।'
উমর (রাযিঃ) তাকে বললেন, ওহে ইবন রাওয়াহা! আল্লাহর হারামে এবং রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সম্মুখে কবিতা আবৃত্তি করছ? নবী (ﷺ) বললেনঃ ওহে 'উমর! তাকে বলতে দাও (ছেড়ে দাও)। কেননা তার কবিতা ওদের জন্যই শরাঘাতের চাইতে অধিক কার্যকর।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قَالَ : حَدَّثَنَا ثَابِتٌ ، عَنْ أَنَسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ فِي عُمْرَةِ الْقَضَاءِ ، وَابْنُ رَوَاحَةَ يَمْشِي بَيْنَ يَدَيْهِ ، وَهُوَ يَقُولُ :
[من أشعار عبد الله بن رواحة - البحر الرجز]
خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهْ الْيَوْمَ نَضْرِبُكُمْ عَلَى تَنْزِيلِهْ
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهْ وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهْ فَقَالَ لَهُ عُمَرُ : يَا ابْنَ رَوَاحَةَ ، بَيْنَ يَدِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي حَرَمِ اللَّهِ تَقُولُ الشِّعْرَ ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خَلِّ عَنْهُ يَا عُمَرُ ، فَلَهِيَ أَسْرَعُ فِيهِمْ مِنْ نَضْحِ النَّبْلِ.
[من أشعار عبد الله بن رواحة - البحر الرجز]
خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهْ الْيَوْمَ نَضْرِبُكُمْ عَلَى تَنْزِيلِهْ
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهْ وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهْ فَقَالَ لَهُ عُمَرُ : يَا ابْنَ رَوَاحَةَ ، بَيْنَ يَدِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي حَرَمِ اللَّهِ تَقُولُ الشِّعْرَ ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خَلِّ عَنْهُ يَا عُمَرُ ، فَلَهِيَ أَسْرَعُ فِيهِمْ مِنْ نَضْحِ النَّبْلِ.
