আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৪৩
আন্তর্জাতিক নং: ২৪৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪৩।মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... জুনদুব ইবন সুফয়ান বাজালী (রাযিঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ (একদা) প্রস্তরাঘাতে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর একটি আঙ্গুল রক্তাক্ত হয়ে যায়। তখন তিনি বললেনঃ তুমি একটি আঙ্গুল যার রক্ত প্রবাহিত হয়েছে, তাও আল্লাহর রাস্তায়, যার প্রতিদান পাবে।
ইবন আবু 'উমর (রাহঃ)... জুনদুব ইবন 'আব্দুল্লাহ বাজালী (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ : أَصَابَ حَجَرٌ أُصْبُعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَ دَمِيَتْ ، فَقَالَ : هَلْ أَنْتِ إِلاَ أُصْبُعٌ دَمِيتِ ، وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ.
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ ، نَحْوَهُ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৪৩ | মুসলিম বাংলা