আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৩৮
রাসূলুল্লাহ ﷺ এর বাচনভঙ্গির বিবরণ
২৩৮।কুতায়বা ইবন সাঈদ (রাযিঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট একটি বাহন চাইল। তিনি বললেন, আমি তোমাকে একটি উষ্ট্রীর বাচ্চা দিচ্ছি। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমি উষ্ট্রীর বাচ্চা দিয়ে কি করব? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ উটমাত্রই তো কোন না কোন উষ্ট্রীর বাচ্চা (উটমাত্রই উষ্ট্রীর বাচ্চা নয় কি?)।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ رَجُلاً اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ نَاقَةٍ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَ النُّوقُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২৩৮ | মুসলিম বাংলা