আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৩৫
৩৬- রাসূলুল্লাহ ﷺ এর বাচনভঙ্গির বিবরণ
২৩৫।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ একবার নবী (ﷺ) প্রায় তাকে (আনাস (রাযিঃ)] কৌতুক করে (কৌতুকচ্ছলে) 'ওহে দুই কানওয়ালা' বলেছিলেন। মাহমুদ (রাহঃ) বলেন, আবু উসামা (রাহঃ) এর অর্থ ‘কৌতুক’ করেছেন।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ مِزَاحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو أُسَامَةَ ، عَنْ شَرِيكٍ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ : يَا ذَا الْأُذُنَيْنِ.
قَالَ مَحْمُودٌ : قَالَ أَبُو أُسَامَةَ : يَعْنِي يُمَازِحُهُ
قَالَ مَحْمُودٌ : قَالَ أَبُو أُسَامَةَ : يَعْنِي يُمَازِحُهُ
