আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৩০
রাসূলুল্লাহ ﷺ এর হাসির বর্ণনা
২৩০। আহমদ ইবন মানী' (রাহঃ)... জারীর ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার ইসলাম গ্রহণের পর থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে (তাঁর কাছে আসতে) বাধা দেননি । আর আমাকে দেখামাত্রই তিনি হাসতেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ : حَدَّثَنَا زَائِدَةُ ، عَنْ بَيَانٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِي إِلَّا ضَحِكَ.
