আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২২৮
রাসূলুল্লাহ ﷺ এর হাসির বর্ণনা
২২৮।আহমদ ইবন খালিদ আল খাল্লাল (রাহঃ)... 'আব্দুল্লাহ ইবন হারিস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর হাসি মুচকি হাসিই ছিল। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীসখানি লায়ছ ইবন সা'দ (রাযিঃ) বর্ণিত হাদীসের
চাইতে বিশুদ্ধতার দিক দিয়ে গারীব।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْخَلَّالُ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ السَّيْلَحَانِيُّ قَالَ : حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ : مَا كَانَ ضَحِكُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا تَبَسُّمًا.
قَالَ أَبُو عِيسَى : هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ لَيْثِ بْنِ سَعْدٍ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২২৮ | মুসলিম বাংলা