আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২২১
রাসূলুল্লাহ্ -এর সুগন্ধি ব্যবহার
২২১।মুহাম্মাদ ইবন খলীফা ও 'আমর ইবন 'আলী (রাহঃ)... আবু উসমান নাহদী (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমাদের কাউকে যখন রায়হান (একপ্রকার উন্নত ধরনের সুগন্ধি) দান করা হয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তার উৎসমূল হচ্ছে জান্নাত।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীছ ব্যতীত হান্নান (রাহঃ)-এর অন্য কোন রিওয়ায়াত পাওয়া যায় না। 'আব্দুর রহমান ইবন আবু হাতিম (রাহঃ) কিতাবুল জারাহ ওয়াত্ তা'দীল-এ বলেন, হান্নান আসাদী বনী আসাদ ইবন শুরায়ক গোত্রের লোক। তিনি মুসাদ্দিদ এর পিতার চাচা। তিনি রিওয়ায়াত করেন আবু উসমান নাহদী থেকে এবং তিনি হাজ্জাজ ইবন আবু উসমান সাওয়াফ থেকে। তিনি বলেন, আমি আমার পিতৃ সূত্রে শুনেছি, তিনি এরূপ বলেছেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীছ ব্যতীত হান্নান (রাহঃ)-এর অন্য কোন রিওয়ায়াত পাওয়া যায় না। 'আব্দুর রহমান ইবন আবু হাতিম (রাহঃ) কিতাবুল জারাহ ওয়াত্ তা'দীল-এ বলেন, হান্নান আসাদী বনী আসাদ ইবন শুরায়ক গোত্রের লোক। তিনি মুসাদ্দিদ এর পিতার চাচা। তিনি রিওয়ায়াত করেন আবু উসমান নাহদী থেকে এবং তিনি হাজ্জাজ ইবন আবু উসমান সাওয়াফ থেকে। তিনি বলেন, আমি আমার পিতৃ সূত্রে শুনেছি, তিনি এরূপ বলেছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلِيفَةَ ، وَعَمْرُو بْنُ عَلِيٍّ ، قَالاَ : حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ : حَدَّثَنَا حَجَّاجٌ الصَّوَّافُ ، عَنْ حَنَانٍ ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أُعْطِيَ أَحَدُكُمُ الرَّيْحَانَ فَلاَ يَرُدُّهُ ، فَإِنَّهُ خَرَجَ مِنَ الْجَنَّةِ.
قَالَ أَبُو عِيسَى : وَلاَ نَعْرِفُ لِحَنَانٍ غَيْرَ هَذَا الْحَدِيثَ.
قَالَ أَبُو عِيسَى : وَلاَ نَعْرِفُ لِحَنَانٍ غَيْرَ هَذَا الْحَدِيثَ.


বর্ণনাকারী: