আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২১৭
রাসূলুল্লাহ্ -এর সুগন্ধি ব্যবহার
২১৭।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ছুমামা ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আনাস (রাযিঃ) সুগন্ধি ফেরত দিতেন না। আর আনাস (রাযিঃ) বলতেনঃ নবী কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
باب ما جاء في تعطر رسول الله صلى الله عليه وسلم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ ، لاَ يَرُدُّ الطِّيبَ ، وَقَالَ أَنَسٌ : إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
