আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২১৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১৫।আহমাদ ইবন নসর নিশাপুরী (রাহঃ)... 'আয়িশা বিনত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাহঃ) তাঁর পিতা সূত্রে রিওয়ায়াত করেন যে, নবী (ﷺ) দাঁড়ানো থেকে পানি পান করতেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, কেউ কেউ বলেছেন, 'উবায়দা বিনত নাবিল। অর্থাৎ 'নায়িল’ এর স্থলে 'নাবিল' বলেছেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ نَصْرٍ النَّيْسَابُورِيُّ قَالَ : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِي قَالَ : حَدَّثَتْنَا عَبِيدَةُ بِنْتُ نَائِلٍ ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، عَنِ أَبِيهَا ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَشْرَبُ قَائِمًا.
قَالَ : أَبُو عِيسَى : وَقَالَ بَعْضُهُمْ : عُبَيْدَةُ بِنْتُ نَابِلٍ.