আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২১১
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১১।'আলী ইবন খাশরাম (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) যখন পান করতেন তখন দু'বার শ্বাস নিতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنْ رِشْدِينِ بْنِ كُرَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا شَرِبَ تَنَفَّسَ مَرَّتَيْنِ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ২১১ | মুসলিম বাংলা