আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৯৭
৩০- রাসূলুল্লাহ্-এর ফলের বিবরণ
১৯৭। ইসমাঈল ইবন মুসা ফাযারী (রাহঃ)..... 'আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) কাঁচা খেজুরের সাথে শসা খেতেন।
بَابُ مَا جَاءَ فِي فَاكِهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ.
