আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৮৩
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৮৩।'আব্দুল্লাহ ইবন 'আব্দুর রহমান (রাহঃ)..... 'আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) -কে এক টুকরা যবের রুটির উপর একটি খুরমা রাখতে দেখেছি। এরপর তিনি বললেনঃ এ হচ্ছে এর সালুন। এই বলে তিনি তা খেয়ে নিলেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى الأَسْلَمِيِّ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي أُمَيَّةَ الأَعْوَرِ ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ كِسْرَةً مِنْ خُبْزِ الشَّعِيرِ فَوَضَعَ عَلَيْهَا تَمْرَةً وَقَالَ : هَذِهِ إِدَامُ هَذِهِ وَأَكَلَ.


বর্ণনাকারী: