আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৬৮
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৮।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)......ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) বকরীর সামনের উরুর গোশত খুবই পসন্দ করতেন। তিনি (রাবী) বলেন, আর বকরীর সামনের উরুতে বিষ মিশ্রিত করা হয়েছিল। কোন ইয়াহূদী বিষ মিশিয়েছে বলে তিনি (রাবী) মনে করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، عَنْ زُهَيْرٍ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ ، عَنِ أَبِي إِسْحَاقَ ، عَنْ سَعْدِ بْنِ عِيَاضٍ ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الذِّرَاعُ قَالَ : وَسُمَّ فِي الذِّرَاعِ ، وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ سَمُّوهُ.