আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৬১
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬১।কুতায়বা ইবন সাঈদ (র.)..... হাকীম ইবন জাবির (রাহঃ) তাঁর পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ) -এর কাছে গিয়ে দেখলাম যে, লাউ কেটে টুকরা টুকরা করা হচ্ছে। আমি আরয করলাম, এর দ্বারা কি হবে? তিনি বললেনঃ এর দ্বারা আমরা আমাদের খানা বৃদ্ধি করব।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ জাবির হলো জাবির ইবন তারিক এবং তাঁকে ইবন আবু তারিকও বলা হয়। তিনি রাসূলুল্লাহ্ -এর একজন সাহাবী। এই একটি হাদীস ব্যতীত তাঁর অন্য কোন রিওয়ায়াত আছে বলে জানা যায়নি। আর আবু খালিদ এর নাম হলো সা’দ।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ إِسْمَاعِيلَ بْنُ أَبِي خَالِدٍ ، عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ ، عَنْ أَبِيهِ قَالَ : دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ عِنْدَهُ دُبَّاءً يُقَطَّعُ فَقُلْتُ : مَا هَذَا ؟ قَالَ : نُكَثِّرُ بِهِ طَعَامَنَا.
قَالَ أَبُو عِيسَى : وَجَابِرٌ هُوَ جَابِرُ بْنُ طَارِقٍ وَيُقَالُ : ابْنُ أَبِي طَارِقٍ ، وَهُوَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نَعْرِفُ لَهُ إِلاَ هَذَا الْحَدِيثَ الْوَاحِدَ ، وَأَبُو خَالِدٍ اسْمُهُ : سَعْدٌ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান