আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৫৫
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৫। ফযল ইবন সাহল আ’রাজ বাগদাদী (রাহঃ)... ইবরাহীম ইবন উমর ইবন সাফীনা (রাহঃ) তিনি তাঁর পিতা ও দাদা সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ -এর সাথে হুবারার (মেটে রংের এক প্রকার বন্য পাখি) গোশত খেয়েছি।
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ ، عَنِ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ بْنِ سَفِينَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ قَالَ : أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى.
وفي الحديث دلالة على حل أكل الدجاج وأنه من الطيبات.
وفي الحديث دلالة على حل أكل الدجاج وأنه من الطيبات.


বর্ণনাকারী: