আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৫৫
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৫। ফযল ইবন সাহল আ’রাজ বাগদাদী (রাহঃ)... ইবরাহীম ইবন উমর ইবন সাফীনা (রাহঃ) তিনি তাঁর পিতা ও দাদা সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ -এর সাথে হুবারার (মেটে রংের এক প্রকার বন্য পাখি) গোশত খেয়েছি।
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ ، عَنِ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ بْنِ سَفِينَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ قَالَ : أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى.
وفي الحديث دلالة على حل أكل الدجاج وأنه من الطيبات.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: