আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৫২
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫২।কুতায়বা (রাহঃ)... সিমাক ইবন হারব (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নূমান ইবন বাশীর (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেছেনঃ তোমরা কি পানাহারের ব্যাপারে যা ইচ্ছা তা গ্রহণ কর ? (অর্থাৎ নিশ্চয়ই গ্রহণ করছ)। অথচ আমি দেখেছি তোমাদের নবী (ﷺ) তৃপ্তি সহকারে উদর পূর্তি করে সাধারণ খেজুরও খেতে পাননি।
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئِتُمْ ؟ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بَطْنَهُ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন