আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৪৪
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৪।আব্বাস ইবনে মুহাম্মাদ দূররী (রাহঃ)... সোলাইমান ইবনে আমির (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন: আমি আবু উসামা বাহেলী (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ উদ্বৃত্ত থাকত না। -এর গৃহে কখনো যবের রুটি উদ্বৃত্ত থাকত না।
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ قَالَ : سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ يَقُولُ : مَا كَانَ يَفْضُلُ عَنِ أَهْلِ بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزُ الشَّعِيرِ.


বর্ণনাকারী: