আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩৬
রাসূলুল্লাহ -এর (বালিশ ব্যতীত অন্য কিছুতে) ঠেস দেওয়া
১৩৬। আব্দুল্লাহ ইবন ’আব্দুর রহমান (রাহঃ)... ফযল ইবন ’আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমি রাসূলুল্লাহ্ -এর অন্তিম শয্যাকালে যে রোগে তিনি ওফাতপ্রাপ্ত হন- তাঁর নিকট গেলাম। তাঁর পবিত্র মাথায় একটি হলুদ বর্ণের পট্টি বাঁধা ছিল। আমি তাঁকে সালাম দিলাম। তিনি বললেনঃ হে ফযল! আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনার খিদমতে হাযির। তিনি বললেন: এই পট্টিটি দিয়ে আমার মাথা শক্ত করে বেঁধে দাও। ফযল (রাযিঃ) বললেনঃ আমি তাই করলাম। এরপর তিনি উঠে বসলেন এবং আমার কাঁধে ভর করে দাঁড়ালেন। তারপর তিনি মসজিদে প্রবেশ করলেন। এই হাদীসের সাথে দীর্ঘ বর্ণনা রয়েছে।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ قَالَ : حَدَّثَنَا عَطَاءُ بْنُ مُسْلِمٍ الْخَفَّافُ الْحَلَبِيُّ قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ قَالَ : دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ وَعَلَى رَأْسِهِ عِصَابَةٌ صَفْرَاءُ فَسَلَّمْتُ عَلَيْهِ ، فَقَالَ : يَا فَضْلُ قُلْتُ : لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ : اشْدُدْ بِهَذِهِ الْعِصَابَةِ رَأْسِي قَالَ : فَفَعَلْتُ ، ثُمَّ قَعَدَ فَوَضَعَ كَفَّهُ عَلَى مَنْكِبِي ، ثُمَّ قَامَ فَدَخَلَ فِي الْمَسْجِدِ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৩৬ | মুসলিম বাংলা