আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৩২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়া
১৩২।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি ঠেস দেওয়া অবস্থায় আহার করি না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَمَّا أَنَا فَلاَ آكُلُ مُتَّكِئًا.
হাদীসের ব্যাখ্যা:
খাত্তাবী রহ. বলেন, এখানে হেলান দেওয়া অর্থ নিচে কোনওকিছু রেখে তার উপর ঠেস দিয়ে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন তিনি কোলবালিশ বা অন্য কোনও হেলানের বস্তুতে বসেন না, যেমনটা বেশি খেতে ইচ্ছুক ব্যক্তি করে থাকে। বরং তিনি সোজা হয়ে বসেন; কোনওকিছুতে হেলান দিয়ে আরামে নয়। তিনি ক্ষুধা মেটা পরিমাণ খান। কেউ কেউ বলেন, এখানে হেলান দেওয়া বলতে একপাশে ঝুঁকে বসা বোঝানো হয়েছে।
হেলান দিয়ে খাওয়ার দ্বারা অহমিকা প্রকাশ পায়। খাদ্য আল্লাহ তা'আলার নি'আমত। তাই তা বিনয়ের সঙ্গে গ্রহণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয়েই আমাদের আদর্শ। তিনি যখন বলেছেন আমি হেলান দিয়ে খাই না, তখন আমাদেরও তাঁর অনুসরণে হেলান দিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
হেলান দিয়ে না খাওয়া খানা খাওয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। আমাদেরকে এভাবে খাওয়া হতে বিরত থাকতে হবে।
হেলান দিয়ে খাওয়ার দ্বারা অহমিকা প্রকাশ পায়। খাদ্য আল্লাহ তা'আলার নি'আমত। তাই তা বিনয়ের সঙ্গে গ্রহণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয়েই আমাদের আদর্শ। তিনি যখন বলেছেন আমি হেলান দিয়ে খাই না, তখন আমাদেরও তাঁর অনুসরণে হেলান দিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
হেলান দিয়ে না খাওয়া খানা খাওয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। আমাদেরকে এভাবে খাওয়া হতে বিরত থাকতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
বর্ণনাকারী: