আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৫
রাসূলুল্লাহ্ -এর হ্যাঁটা চলার বিবরণ
১২৫।সুফয়ান ইবন ওয়াকী’ (রাহঃ)... ’আলী ইবন আবু তালিব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্ ﷺ যখন পথ চলতেন তখন সম্মুখের দিকে এমনভাবে ঝুঁকে হ্যাঁটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান থেকে নীচে অবতরণ করছেন।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنِ الْمَسْعُودِيِّ ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান