আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর ইযারের (লুঙ্গি) বিবরণ
১২১।সুওয়ায়দ ইবন নসর (রাহঃ)... আয়াস ইবন সালামা ইবনুল আকওয়া (রাযিঃ) হতে বর্ণিত। তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, উসমান (রাযিঃ) তাঁর উভয় পায়ের নলার মধ্যভাগ পর্যন্ত ঝুলিয়ে লুঙ্গী পরিধান করতেন। তিনি আরও বলেন আমার বন্ধু অর্থাৎ নবীﷺ-এর লুঙ্গী পরিধানের ধরন এরূপই ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ ، عَنِ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ ، يَأْتَزِرُ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ ، وَقَالَ : هَكَذَا كَانَتْ إِزْرَةُ صَاحِبِي ، يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান