আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১৮
নবী (ﷺ)-এর আমামা (পাগড়ী)-র বিবরণ
১১৮। ইয়ূসুফ ইবন ‘ঈসা (রাহঃ)... ইবন ’আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) তৈলাক্ত পাগড়ী পরিধান করে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا أَبُو سُلَيْمَانَ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ.
