আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯৭
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
৯৭।আহমাদ ইবন মানী’ (রাহঃ)... হাম্মাদ ইবন সালামা (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন : আমি ইবন আবু রাফি’কে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবন জা’ফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আব্দুল্লাহ ইবন জা’ফর (রাযিঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ : رَأَيْتُ ابْنَ أَبِي رَافِعٍ ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ : رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ ، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৯৭ | মুসলিম বাংলা