আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৪
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯৪।ইসহাক ইবন মনসুর (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরী করান। সর্বদা তা তাঁর পবিত্র হাতে থাকত। তারপর তা পালাক্রমে আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ)-এর হাতে চলে যায়। এরপর উসমান (রাযিঃ)-এর হাত থেকে তা আরীস নামক কূপে পড়ে যায়। উল্লেখ্য, তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ অংকিত ছিল।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ ، فَكَانَ فِي يَدِهِ ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ ، وَيَدِ عُمَرَ ، ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ ، حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ نَقْشُهُ : مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
