আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৮
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৮৮।কুতায়বা (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরী করিয়েছিলেন। তিনি তা দ্বারা (সরকারী) চিঠিপত্রে সীল মারতেন, তবে তিনি তা সচরাচর) পরিধান করতেন না।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আবু বিশর-এর নাম জা’ফর ইবন আবু ওয়াহশীয়া।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আবু বিশর-এর নাম জা’ফর ইবন আবু ওয়াহশীয়া।
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، فَكَانَ يَخْتِمُ بِهِ وَلاَ يَلْبَسُهُ.
قَالَ أَبُو عِيسَى : أَبُو بِشْرٍ اسْمُهُ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ.
قَالَ أَبُو عِيسَى : أَبُو بِشْرٍ اسْمُهُ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ.
