আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৩
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৩।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আওন ইবন আবু জুহায়ফা (রাযিঃ) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেনঃ নবী (ﷺ)কে আমি লাল হুল্লা (নক্সী চাদর) পরা অবস্থায় দেখেছি। আরাও যেন আমি তাঁর উভয় গোড়ালীর ঔজ্জ্বল্য প্রত্যক্ষ করছি। সুফয়ান (রাহঃ) বলেন, আমার মনে হয় ’হুল্লা’ নয় বরং "হিবারা" বুঝানো হয়েছে।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ، عَنْ أَبِيهِ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَرِيقِ سَاقَيْهِ.
قَالَ سُفْيَانُ : أُرَاهَا حِبَرَةً.
قَالَ سُفْيَانُ : أُرَاهَا حِبَرَةً.


বর্ণনাকারী: