আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫৯
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৯। আব্দ ইবন হুমায়দ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) উসামা ইবন যায়দ (রাযিঃ)-এর কাঁধে ভর করে বাইরে তাশরীফ আনেন। এ সময় তাঁর দেহে জড়ানো একটি ইয়ামেনী নক্সী কাপড় শোভা পাচ্ছিল। তারপর তিনি লোকদের সালাতের ইমামতি করেন।
আব্দ ইবন হুমায়দ (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবন ফযল (রাহঃ) বলেছেন: ইয়াহইয়া ইবন মুঈন (রাহঃ) আমার কাছে বসামাত্রই এ হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। আমি বললাম আমাকে হাদীস শোনান হাম্মাদ ইবন সালমা এ পর্যন্ত রিওয়ায়াত করার এক পর্যায়ে তিনি বললেনঃ আপনার লেখা থেকে বললে কতই না চমৎকার হতো। সে মতে আমি পাণ্ডুলিপি নিয়ে আসার জন্য দাঁড়ালাম। তিনি আমার জামার আঁচল ধরে যেতে বাধা দিলেন এবং বললেন : আপনার হিফয্ থেকে আমার কাছে রিওয়ায়াত করুন। কারণ আমি আশংকা প্রকাশ করছি যে, হয়তো বা আমি আপনার সাক্ষাত আর নাও পেতে পারি। তিনি (রাবী) বলেন, আমি তাঁকে মুখস্ত হাদীসখানা শোনালাম। তারপর আমার পাণ্ডুলিপি এনে তাকে পড়ে শোনালাম।
আব্দ ইবন হুমায়দ (রাহঃ) বলেন, মুহাম্মাদ ইবন ফযল (রাহঃ) বলেছেন: ইয়াহইয়া ইবন মুঈন (রাহঃ) আমার কাছে বসামাত্রই এ হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। আমি বললাম আমাকে হাদীস শোনান হাম্মাদ ইবন সালমা এ পর্যন্ত রিওয়ায়াত করার এক পর্যায়ে তিনি বললেনঃ আপনার লেখা থেকে বললে কতই না চমৎকার হতো। সে মতে আমি পাণ্ডুলিপি নিয়ে আসার জন্য দাঁড়ালাম। তিনি আমার জামার আঁচল ধরে যেতে বাধা দিলেন এবং বললেন : আপনার হিফয্ থেকে আমার কাছে রিওয়ায়াত করুন। কারণ আমি আশংকা প্রকাশ করছি যে, হয়তো বা আমি আপনার সাক্ষাত আর নাও পেতে পারি। তিনি (রাবী) বলেন, আমি তাঁকে মুখস্ত হাদীসখানা শোনালাম। তারপর আমার পাণ্ডুলিপি এনে তাকে পড়ে শোনালাম।
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَهُوَ يَتَّكِئُ عَلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ عَلَيْهِ ثَوْبٌ قِطْرِيٌّ قَدْ تَوَشَّحَ بِهِ ، فَصَلَّى بِهِمْ.
وَقَالَ عَبْدُ بْنُ حُمَيْدٍ : قَالَ مُحَمَّدُ بْنُ الْفَضْلِ : سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ عَنْ هَذَا الْحَدِيثِ أَوَّلَ مَا جَلَسَ إِلَيَّ ، فَقُلْتُ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، فَقَالَ : لَوْ كَانَ مِنْ كِتَابِكَ ، فَقُمْتُ لِأُخْرِجَ كِتَابِي فَقَبَضَ عَلَى ثَوْبِي ثُمَّ قَالَ : أَمْلِهِ عَلَيَّ ؛ فَإِنِّي أَخَافُ أَنْ لاَ أَلْقَاكَ ، قَالَ : فَأَمْلَيْتُهُ عَلَيْهِ ، ثُمَّ أَخْرَجْتُ كِتَابِي فَقَرَأْتُ عَلَيْهِ.
وَقَالَ عَبْدُ بْنُ حُمَيْدٍ : قَالَ مُحَمَّدُ بْنُ الْفَضْلِ : سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ عَنْ هَذَا الْحَدِيثِ أَوَّلَ مَا جَلَسَ إِلَيَّ ، فَقُلْتُ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، فَقَالَ : لَوْ كَانَ مِنْ كِتَابِكَ ، فَقُمْتُ لِأُخْرِجَ كِتَابِي فَقَبَضَ عَلَى ثَوْبِي ثُمَّ قَالَ : أَمْلِهِ عَلَيَّ ؛ فَإِنِّي أَخَافُ أَنْ لاَ أَلْقَاكَ ، قَالَ : فَأَمْلَيْتُهُ عَلَيْهِ ، ثُمَّ أَخْرَجْتُ كِتَابِي فَقَرَأْتُ عَلَيْهِ.
