আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫২
রাসূলুল্লাহ (ﷺ) -এর সুরমা ব্যবহার
৫২।কুতায়বা ইবন সাইদ (রাহঃ)... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের জন্য ইছমিদ সুরমা সর্বোত্তম (সর্বোৎকৃষ্ট)। কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং অধিক ভ্রুূ জন্মায় (উদ্‌গত করে)।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ خَيْرَ أَكْحَالِكُمُ الإِثْمِدُ ، يَجْلُو الْبَصَرَ ، وَيُنْبِتُ الشَّعْرَ.
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৫২ | মুসলিম বাংলা