আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৩
রাসূলূল্লাহ এর মাথার চুল পরিপাটি করা
৩৩। ইয়ূসুফ ইবন ঈসা (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় আপন মাথায় তৈল মালিশ করতেন এবং তাঁর দাড়ি আঁচড়ানোর কাজ প্রায়শঃ করতেন। অনেক সময় সুবিন্যাসিত মাথায় এক টুকরা কাপড় ব্যবহার করতেন, যা অধিক তৈল ব্যবহার করার দরুন তেলীর কাপড় মনে হতো।
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ هُوَ الرَّقَاشِيُّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ دَهْنَ رَأْسِهِ وَتَسْرِيحَ لِحْيَتِهِ ، وَيُكْثِرُ الْقِنَاعَ حَتَّى كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৩ | মুসলিম বাংলা